দি গাংচিল ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২০
টিকার পরীক্ষা
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধের টিকা স্বেচ্ছাসেবী শরীরে গ্রহণের পর অসুস্থ হয়ে পড়ায় স্থগিত করা হয়েছিল। আবারও পরীক্ষা শুরু হচ্ছে সেই টিকার তৃতীয় বা চূড়ান্ত ধাপের।
শনিবার বিবিসি জানিয়েছে, অক্সফোর্ডের বরাত দিয়ে এই টিকার পরীক্ষা চালানো এখন নিরাপদ মনে হওয়ায় আবার তা শুরু হচ্ছে।
যে কয়টি টিকার পরীক্ষা করোনা প্রতিরোধে এতদিন পর্যন্ত চালানো হয়েছে তার মধ্যে অক্সফোর্ড হতে উদ্ভাবিত টিকাটি সবচেয়ে কার্যকরী বলে বিবেচিত হচ্ছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, এটা ধারণা করাই যাচ্ছিল এত বড় একটি কাজে কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী অসুস্থ হবেন।
যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য , দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে এই টিকার। তাছাড়া গত মঙ্গলবারের আগে আরও একবার বন্ধ করা হয়েছিলো অক্সফোর্ডের টিকাটির পরীক্ষা।
বিশ্বে ১৮০টির মতো টিকা তৈরিতে কাজ চলছে বলে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখন পর্যন্ত কোনো টিকাই তৃতীয় ধাপের পরীক্ষাটি শেষ করতে সক্ষম হয় নি।
কর্তৃপক্ষকে যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক একটি টুইট বার্তায় ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমাদের কাছে নিরাপত্তাই প্রথম তা এই এই স্থগিত কার্যক্রমই বলে দিচ্ছে। আমরা এই কার্যক্রম নিরাপদভাবে যত দ্রুত সম্ভব শুরু করতে যাচ্ছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |