শাহানাজ শিমুল (সিরাজগঞ্জ প্রতিনিধি) | ২৭ সেপ্টেম্বর ২০২০
ছবিঃ সংগৃহিত
শুক্রবার দুপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটটি বাল্যবিবাহ বন্ধের রেকর্ড করলেন বেলকুচি উপজেলার নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
প্রথমে বিকেল ৪.০০ টায় বেলকুচি পৌরসভার চরচালার ৮ ম শ্রেণির ছাত্রী, বিকেল ৫ টায় গাড়ামাসি এলাকার ৭ম শ্রেণির ছাত্রী, সন্ধে ৬.০০ টায় সুবর্নসাড়ার ১০ ম শ্রেণির ছাত্রী, রাত ৮.০০ টায় দৌলতপুর পেস্তকপাড়া গ্রামের ১০ ম শ্রেণির ছাত্রী, রাত ৯.০০
টায় চন্দনগাতি দক্ষিন পাড়া এলাকার ৬ ষ্ঠ শ্রেণির ছাত্রী, রাত ৯.৩০ টায় চন্দনগাতি দক্ষিন পাড়া এলাকার একাদশ শ্রেণির ছাত্রী,
রাত ১০.০০ টায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী এবং দৌলতপুর গ্রামের ৭ ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
তিনি জানান, আটটি বাল্যবিবাহের মধ্যে ৬ টিতে কনে অপ্রাপ্ত বয়স্ক ছিল এবং ২টি বিয়েতে বর অপ্রাপ্ত বয়স্ক ছিল।
এ ব্যাপারে উভয় পক্ষের অভিভাবকদের নিকট থেকে প্রাপ্ত বয়স না হওয়া অবদি বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয় এবং
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় অভিভাবকদের নিকট থেকে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বেলকুচি থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য গন।