| ২৬ আগস্ট ২০২০
একদা মনে বড় সাধ ছিল একদিন কবি হবো,
কবিতার মাঝে রবি হয়ে চিরটাকাল রবো।
সাধ যেমন ছিল, তেমনিভাবে কবিতাও লিখেছি মেলা,
”কাকে শোনাব”এই ভেবে ভেবে চলে গেল সারাবেলা।
মানবের নয়,প্রেমের নয়,জীবনের নয়। আমি
ভেবেছিলাম যদি কবিই হই,হবো কবিতার কবি।
কবিতাকে বড় করেছে মানুষই,তবে জন্ম করেনি দান,
সৃষ্টির মাঝেই লুকিয়ে ছিল কত কবিতার গান।
পবিত্র তাদের অঙ্গ যেরূপ, পবিত্র সারা মন,
পালকের দীক্ষিত আদর্শেরই তারা করে প্রতিপালন।
সিদরাতুল মুনতাহা রাইসা
নবম শ্রেণি,ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |