দি গাংচিল ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২০
করোনা পজিটিভ খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এর জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার (বিএএফ) সোমবার সকাল সাতটায় সংসদ সদস্যকে ঢাকায় নিয়ে আসে।
পরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করার পরে আক্তারুজ্জামান এর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানা যায় ।