দি গাংচিল ডেস্ক | ০৭ আগস্ট ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদারের মৃত্যু হয়েছে।মৃত্যুকালে অধ্যাপক শফিউলের বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আক্রান্ত হয়ে ৩ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অধ্যাপক শফিউল আলম। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।
মৃত্যুর খবর নিশ্চিত করে তার সহকর্মী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফোরকান জানান, করোনা পজিটিভ হওয়ার পর থেকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অধ্যাপক শফিউল আলম। রাতে করোনার কাছে হার মেনে তিনি মারা যান।
শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |