দি গাংচিল ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ভয়াবহ দাবানলে পুড়ছে। এই অঙ্গরাজ্যটির অগ্নি নির্বাপক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০ লাখ একর বনভূমি দাবানলে পুড়েছে। আর এখন পর্যন্ত ৭ জন দাবানলে মারা গেছে। অনেকে বাসস্থান ছাড়া হয়েছেন।
সোমবার দেশটির ফরেস্ট সার্ভিস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আটটি জঙ্গল দাবানলের ভয়াবহতায় বন্ধ করে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল চলছে সান ফ্রানসিসকো বে এলাকায়।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশোটি জায়গায় গত মাসের মাঝামাঝিতে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।
এখনও সম্পূর্নভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৮০০ টি স্থাপনা ধ্বংস হয়েছে। সোমবারও ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন। আশঙ্কা করা হচ্ছে সামনের দিনগুলোতে শুষ্ক বাতাসের কারণে দাবানল আরও ভয়াবহ হতে পারে।
ক্যালিফোর্নিয়ার মুখপাত্র লিন টোলমাকোফ (বন ও অগ্নি নির্বাপক বিভাগ) বলেন, ‘এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা গত ৩৩ বছরের ইতিহাসে দেখিনি। এটা নিশ্চিতভাবে অন্যতম এক রেকর্ডভাঙা নজির রইলো। তবে দাবানলের মৌসুম এখনও শেষ হয়নি।’
এর আগে ক্যালিফোর্নিয়ায় ২০১৮ সালে বনভূমি পুড়েছিল দাবানলে দুই লাখের কাছাকাছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |