মোঃ তাওহীদ তুষার, জেলা প্রতিনিধি, গাইবান্ধা | ৩০ আগস্ট ২০২০
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে আলাই নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলী সেতুর স্থায়ী সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
গত রবিবার (৩০ অগাস্ট) বিকাল ৩টায় স্থানীয় বাদিয়াখালী হাইস্কুল সংলগ্ন সড়কে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
নিযাচা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাড. আসাদুজ্জামান সরকার মিলন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, মহাসচিব এ্যাড. আবুল কাশেম শাহীনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গাইবান্ধা-ফুলছড়ি-ভরতখালী-সাঘাটা সড়কে ৫৪.৫১ মিটার বেইলী সেতুটি দীর্ঘদিন যাবত সেতুটির সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অধিক লোডের যানবাহন এই সেতু দিয়ে চলাচল করলে সেতুতে প্রচন্ড কাপুনির সৃষ্টি হয়। এমতাবস্থায় সেতুটির সংস্কার বা উক্ত স্থানে নতুন কংক্রিটের সেতু নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য যে, গত ২৫ আগস্ট ভোরে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার একটি সিমেন্ট বোঝায় ট্রাক একটি ঝুঁকিপূর্ণ বেইলী সেতু পারাপারের সময় সেতুটি ভেঙ্গে ট্রাক সহ পানিতে পড়ে যায়। এতে ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |