| ০৩ সেপ্টেম্বর ২০২০
মোঃ তাওহীদ তুষারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন বছরের শিশু রাফসান সামিকে গলা টিপে হত্যার দায়ে তিন আসামীকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশু পুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামীরা। পরে মুক্তিপণ না পেয়ে শিশু সামিকে গলা টিপে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার পরদিন পুলিশ শিশুটির মরাদেহ উদ্ধার করে।
ঘটনার দুই দিন পর শিশুটির বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রায় ৪ মাস পর পুলিশ আসামীদের গ্রেফতার করে। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামীরা।
সূত্রঃ আদালত
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |