দি গাংচিল ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২০
কুড়িগ্রামের উলিপুরে বাদশা মিয়া নামে ৫০ বছরের অটোরিকশা চালককে দুর্বৃত্তরা হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে। তার মরদেহ সোমবার ২৭ তারিখ সকালে পুলিশ দূর্গাপুর ইউনিয়নের উলিপুর উপজেলার যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে ।
কুড়িগ্রাম সদর উলিপুর উপজেলার ডাকুয়া পাড়া গ্রামের মোগলবাসা ইউনিয়নের ওসমান আলীর পুত্র বাদশা মিয়া। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে যে , বাদশা মিয়া গত ২৭ তারিখ রবিবার বাড়ি থেকে তার অটোরিকশাটি নিয়ে বের হলে রাতে আর বাড়িতে ফেরেননি। আজ সকালে পার্শ্ববর্তি যমুনা মাশানকুড়ার দূর্গাপুর ইউনিয়নের একটি ধান ক্ষেতে আত্নয়ী-স্বজনরা একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তা বাদশা মিয়ার লাশ সেটি শনাক্ত করেন । স্বজনদের দাবী, বাদশা মিয়াকে হত্যা করে লাশ ফেলে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রামের উলিপুর থানার ইনচার্জ অফিসার মোয়াজ্জেম হোসেন বললেন, কুড়িগ্রাম মর্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি প্রেরণ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |