দি গাংচিল ডেস্ক | ৩০ আগস্ট ২০২০
আবারও লাদাখ সীমান্তে চীনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্যনীয়। বেইজিং কিছুতেই লাদাখ থেকে নজর সরাচ্ছে না। চীন এলএসসি জুড়ে ৫জি নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু করে ভারতের চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে।
বেশ কয়েকদিন আগেই ভারতকে চীন ফাইভ জি ইনফ্রা সরঞ্জাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিলো। এবার বেইজিং এলএসি বরাবর আবার সক্রিয় হয়ে উঠছে। তারা ইতিমধ্যেই এলএসি বরাবর ফাইভ জি ইনফ্রার কাজ শুরু করে দিয়েছে। তারা সীমান্তের যোগাযোগ শক্তিশালী করতে চাইছে এই ফিফথ জেনারেশন ইকুইপমেন্ট টেকনোলজির তৈরি ৫জি ইনফ্রা দিয়ে।
লাদাখ সীমান্তেও বেইজিং শুরু করেছে ৫জি লাইন পাতার কাজ। গোয়েন্দা সূত্রে জানা যায় কাজ শুরু হয়ে গিয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই। বেইজিং দাবি করছে মোবাইল সংযোগ উন্নত করার জন্যই ফাইবার অপটিকস নির্মাণ কাজ তারা করছে।
প্যাংগং সো লেক এলাকা থেকে লালফৌজের সরে যাওয়ার কথা ভারতের সাথে সেনা সরানোর চুক্তি অনুযায়ী। কিন্তু তারা সেটা কোনও ভাবেই কার্যকর করছে না। বরং চীন প্যাংগং সো হ্রদের কাছে নির্মাণ শুরু করেছে। ইতিমধ্যেই লালফৌজ বেশ কয়েকটি নতুন ঘর নির্মাণ করে ফেলেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |