দি গাংচিল ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২০
৩টি দুর্ঘটনায় ভোলার চরফ্যাশনে ও দৌলতখান পৃথক তিনজনের প্রাণহানী ঘটেছে। আরো ৫ জন আহত হয়েছে। ভোলা-চরফ্যাশন ও দৌলতখানের অভ্যন্তরীণ সড়কে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোলার- দৌলতখান ও চরফ্যাশনের এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- দিদারুল্লাহ , বছরের লামিয়া শিশু ও ৬৫ বছর বয়সের কবির হোসেন। পুলিশ জানিয়েছে, আজ সকালের দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। লামিয়া (৮) নামে এক শিশু একইদিন সকালে নিহত হয়েছে দৌলতখানের সৈয়দপুর সড়কে অটোরিক্সার চাপায়।
অপরদিকে দিদারুল্লাহ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ভোলা-চরফ্যাশন সড়কের দাইমুদ্দিন সড়কে ট্যাংকার ও অটোবোরাকের সংঘর্ষে। আরো ৫ জন এ ঘটনায় আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন, ভোলার চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ওসি দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ওসি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |