সুষ্ময় দাশ (নাটোর প্রতিনিধি) | ২৭ সেপ্টেম্বর ২০২০
ছবিঃ সংগৃহিত
নাটোরে অনাড়ম্বরভাবে পালিত হল বিশ্ব পর্যটন দিবস ।
সারাদেশে ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে দিবসটি। ১৯৮০ সালে জাতিসংঘের বার্ষিক সম্মেলনে বিশ্ব পর্যটন দিবস পালনের বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন নাটোরের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
এর আগে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পর্যটন স্থান সংক্রান্ত চিত্রকর্ম বিষয়ে দুইটি বিভাগে চিত্রাঙ্কন এবং তোমার জেলার পর্যটন স্থানসমূহ এবং পর্যটন এবং গ্রামীণ উন্নয়ন বিষয়ে দুইটি বিভাগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ- ৩৪৩ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, গণপূর্ত বিভগের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা চেয়ারম্যান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |