দি গাংচিল আন্তর্জাতিক ডেস্ক | ১১ আগস্ট ২০২০
বিশ্বের প্রথম করোনা ভাইরানের ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন। এবার, সেই ভ্যাকসিন নিজের মেয়ের শরীরে পুশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । ভ্যাকসিনটি মানবদেহে কার্যকর বলে দাবি করেন পুতিন ।
প্রয়োজনীয় সকল পরীক্ষা করেই ভ্যাকসিনটি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন পুতিন। শরীরে ভ্যাকসিনটি পুশ করা পর তার মেয়ের শরীরিক অবস্থা ভালো বলেও জানান পুতিন।
পুতিন সব সময় সাহসী কাজ করতে ভালোবাসেন। তার মেয়েও বাবার মত সাহসী কাজ করে ফেললো। পরবর্তী ধাপে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অন্যান্যদের শরীরে এ ভ্যাকসিন পুশ করা হবে বলে জানানো হয়।
এখন পর্যন্ত বিশ্বে ১৬০টিরও বেশি ভ্যাকসিন নিয়ে গবেষণা হচ্ছে। তার মধ্যে ২৭টি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালের ভ্যাকসিনকে বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রতিষেধক হিসেবে বিবেচনা করো হচ্ছিলো। তবে, ইতোমধ্যে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে
কোভিড-১৯ এর ভ্যাকসিনটির রেজিষ্ট্রেশন দেয়ার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, রাশিয়াতে এই মুহুর্ত পর্যন্ত ৮ লক্ষ ৯৭ হাজার ৫৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ১৩১ জন মৃত্যুবরণ করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |