দি গাংচিল ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২০
প্রধানমন্ত্রীর-উপহার
গরু ও টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী ।লালমনিরহাটে গরুর বদলে নিজেই ঘানি টানেন। ঘানি টেনে সরিষার তেল মাড়াই করেন। এভাবে সংসার চালান ছয়ফুল ইসলাম।ছয়ফুল ইসলামকে গরু ও নগদ টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের দরিদ্র কৃষক ছয়ফুল ইসলাম। গত ২৫ বছর ধরে নিজেই তেলের ঘানি টেনে সংসার চালিয়ে আসছিলেন। এবং এই কাজের জন্য ছয়ফুলের গরু কেনার ও আর্থিক ক্ষমতা ছিলনা।
এই কঠোর কাজে স্ত্রী মোর্শেদা বেগম ছয়ফুলকে সহযোগিতা করে। দিনে তাদেরকে ৫ ও ৬ ঘন্টা এই কঠিন পরিশ্রম করতে হতো। এভাবেই দরিদ্র দম্পতিটি তাদের ৫ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের কয়েকটি জাতীয় ও অনলাইন পত্রিকায় গরুর বদলে ছয়ফুলের তেলের ঘানি টানার ছবিসহ তার অসহায়ত্বের এই সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে পড়লে তিনি তাদেরকে একটি গরু উপহার দেন এবং ঘানি মেরামত ও উঁচু করতে ১০ হাজার টাকা প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর গত বৃহস্পতিবার পরিবারটির কাছে গরু এবং ১০ হাজার টাকা হস্তান্তর করেন।