দি গাংচিল ডেস্ক | ৩০ আগস্ট ২০২০
কথিত বন্দুকযুদ্ধে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চট্টগ্রামের ভুজপুর থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার নিহতের স্ত্রী শারমিন আক্তার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে মামলাটি করেন । আদালত মামলাটি আমলে নিয়ে হাটহাজারী সার্কেলকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবাইদুল ইসলাম, এসআই মো. শাহাদাত হোসেন, মো. রাশেদুল হাসান ও প্রবীণ দেব, এএসআই কল্পরঞ্জন চাকমা এবং ওই গ্রামের আবদুল মান্নান ওরফে ‘কসাই’ মান্নান।
নিহত হেলাল উদ্দিন ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভুজপুর এলাকার জাফর আলমের ছেলে ছিলেন। শারমিনের অভিযোগ, গত ২৪ মে রাতে তার স্বামীকে ক্রসফায়ারে হত্যা করে পুলিশ।
মামলার আইনজীবী দেওয়ান নজরুল বলেন, ক্রসফায়ারের অভিযোগ এনে ওসিসহ সাত আসামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর-১১১।