দি গাংচিল ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২০
বাহারাইনে বিক্ষোভ
বাহারাইনে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে স্বাক্ষর করার পর। খবর ইকনা ও পার্স টুডে, বাহরাইন মিররের।
রাজধানী মানামাসহ সারাদেশে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন। ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের ধ্বংস কামনা করে লেখা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত অনেক ফেস্টুন এবং ব্যানার বিক্ষোভকারীদের হাতে ছিল। বিভিন্ন রকম স্লোগান দেন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে। ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও বিক্ষোভকারীদের হাতে দেখা যায়।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ছোট এই আরব রাষ্ট্রের রাজতান্ত্রিক সরকার সম্পর্ক প্রতিষ্ঠা করলেও জনমত ভিন্ন দিকে রয়েছে তা বাহরাইনের এই টানা বিক্ষোভ থেকে এ কথা পরিষ্কার হচ্ছে।
সে কথা পরিষ্কার করে বলেছেনও বিক্ষোভকারীরা। বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে বলে জানালেন তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |