দি গাংচিল ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০২০
বাগেরহাট এর পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ এর করমজল অফিস এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ করা চাড়াখালী খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
এই সময় বিষ দিয়ে মারা ১২ কেজি মাছ, ১ বোতল বিষ, ১টি হাত করাত, ২টি দা এবং ১টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।
আটককৃত জেলেরা হলেন, খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রাম এর বাবর ঢালীর ২ ছেলে মনিরুল ঢালি (৪২) এবং মাসুম ঢালি (৩৫) ও একই উপজেলার পূর্ব ঢাংমারী গ্রাম এর নূর মোহাম্মদ ঢালির ছেলে বেল্লাল ঢালি (৪০)।
বাগেরহাট এর পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ এর করমজল অফিসের বনরক্ষীরা আজ (সোমবার) সকালের দিকে নিয়মিত টহল দেয়ার সময় এ ঘটনাটি ঘটতে দেখেন।
তারা সন্দেহজনক মনে করে, মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে ১টি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালায়। ডিঙ্গি নৌকা থেকে বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ, ১টি বিষভর্তি বোতল, ১টি হাত করাত, ২টি দা এবং ১টি ডিঙ্গি নৌকা জব্দ করেছে তারা। সেইসাথে আটক করা হয় ৩ জেলেকেও। আটক জেলেদের বিরুদ্ধে বন আইন এ মামলা দায়ের করা হলে বিকেলে খুলনা জেলা আদালত এ পাঠানো হবে।