নির্ণয় চৌধুরী, জেলা প্রতিনিধি, দিনাজপুর | ২২ আগস্ট ২০২০
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর উদ্যোগে দিনাজপুর জেলায় সবুজের অভিযান প্রোজেক্ট সম্পন্ন হয়েছে। এই প্রোজেক্টের আওতায় টানা ১০ দিন ব্যাপি দিনাজপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
ভিবিডি- দিনাজপুর জেলা দীর্ঘদিন যাপত বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। এরই অংশ হিসেবে ১২ আগস্ট থেকে শুরু হয় এই সবুজের অভিযান নামের প্রোজেক্ট । ভিবিডি দিনাজপুর জেলার ভলান্টিয়ারগণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতে এই গাছ লাগানো কাজ শুরু করে।
আজ সমাপনী বক্তব্যে ভিবিডি দিনাজপুর জেলার সভাপতি সোয়াইব হাসনাত সার্জিল বলেন,বৃক্ষরোপণের গুরুত্ব জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এই প্রোজেক্ট, পরিবেশের উন্নয়নের নিয়মিত সবাইকে গাছ লাগানো উচিত।