দি গাংচিল ডেস্ক | ২৫ আগস্ট ২০২০
দুই কিশোর মাটি খুঁড়তেই পেল স্বর্ণমুদ্রাভর্তি কলস। এ স্বর্ণমুদ্রাগুলো ছিল দুর্লভ ও প্রাচীন আমলের। ইসরায়েলের ইয়াভেন শহরের কাছে এগুলো পাওয়া যায়। জানা গেছে কলসটিতে প্রায় সাড়ে চারশ স্বর্ণমুদ্রা ছিল। এই স্বর্ণমুদ্রাগুলো ইসলামী যুগের হয়ে থাকতে পারে বলে মতামত দিয়েছেন প্রত্নতাত্ত্বিকদগন। খবর সিএনএন’র।
ইসরায়েলের অ্যান্টিকস অথরিটি’র দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত এলিয়ে হাদাদ এবং নাদাভ-জিভ এক যৌথ বর্ননায় জানান, তারা মোট ৪২৫টি ‘অত্যন্ত দুর্লভ’ প্রাচীন স্বর্ণমুদ্রা পেয়েছেন। প্রতিটি মুদ্রাই ছিলো খাঁটি সোনা দিয়ে তৈরিকৃত। তার মধ্যে বেশিরভাগই ১১০০ বছর প্রাচীন আব্বাসীয় আমলের।
আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ ছিল নবম শতাব্দীর শেষ সময়টা। ঐ সময়তেই সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার ঘটেছিল।
অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল (অ্যান্টিকস অথরিটি) জানান, উদ্ধারকৃত পাওয়া স্বর্ণমুদ্রাগুলোতে যে চিহ্ন বা সংকেত দেখা গিয়েছে সেখান থেকে বুঝা যাচ্ছে সেগুলো আব্বাসীয় খিলাফতের আমলের। তারপরেও এ বিষয়ে তিনি মনে করেন আরো বিশ্লেষণের এবং গবেষণার প্রয়োজন আছে বলে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |