সাবিকুন্নাহার কাঁকন | ১০ সেপ্টেম্বর ২০২০
পুলিশি জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার সাংবাদিক রেজাউল করিম প্লাবন।
আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে রাজধানীর পল্লবী থানায় এক নারীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে ডেকে নেয়া হয়। এরপর পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ মিয়া জানান, মেয়ে ঘটিত একটি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য সাংবাদিক প্লাবনকে ডাকা হয়েছে। তারপর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
পল্লবী থানা সূত্র জানিয়েছে,কোনো এক নারীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্ককে কারণ হিসেবে উল্লেখ করে সেই নারীর বাবা পল্লবী থানায় অভিযোগ করেন।তার অভিযোগের ভিত্তিতে সাংবাদিক কাজলকে পল্লবী থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে আনে।
এর আগে সাংবাদিক প্লাবনের বিরুদ্ধে সাংবাদিক সাজিদা ইসলাম পারুল, অনৈতিক সম্পর্ক, বিয়ে, যৌতুক দাবি এবং ভ্রূণ হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন ।
পুলিশ জানিয়েছে, এই জিজ্ঞাসাবাদ এর সাথে সাংবাদিক পারুল এর দায়ের করা মামলার কোনোরকম সংশ্লিষ্টতা নেই।