দি গাংচিল ডেস্ক | ১৭ সেপ্টেম্বর ২০২০
বিদ্যমান করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে খুলনা জেলা প্রশাসন একটি উদ্যোগ গ্রহন করেছেন।জেলা প্রশাসন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী হিসেবে ১ হাজার ৭১৭টি মোবাইল ফোন বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন।
গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন সচিবালয় থেকে অনলাইন এর মাধ্যমে খুলনার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেছেন।মোবাইল ফোন পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাকার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবে। জি-গ্যাস এবং এনার্জিপ্যাক এ উদ্যোগের আর্থিক সহযোগিতা দিয়েছে।দেশে প্রথমবারের মত এই ধরনের কার্যক্রম চালু হলো খুলনাতেই ।
গতকাল (বুধবার) দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে অনলাইন উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।
এই অনলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব সোহেল আহমেদ এবং খুলনার বিভাগীয় কমিশনার জনাব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, চলমান করোনা পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। এ বিষয়ে জেলা প্রশাসন, খুলনার এ উদ্যোগটি অত্যন্ত ব্যতিক্রমী ও তা সমগ্র দেশে অনুকরণীয়। এই উদ্যোগ গ্রহণের জন্য তিনি জেলা প্রশাসন এর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান উল্লাহ শরিফী, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা,সেইসাথে জেলা প্রশাসন খুলনা’র বিভিন্ন পর্যায় এর কর্মকর্তাবৃন্দ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |