দি গাংচিল ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২০
মোরলগঞ্জ থানা
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ২৮ বছর বয়সী আবু হানিফ ফকির নামের এক চা দোকানিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ভাটখালী এলাকা থেকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে আবু হানিফের মরদেহটি উদ্ধার করে।
দুপুরের দিকে এর আগে ভাটখালী খালে স্থানীয় কিশোররা জাল দিয়ে মাছ ধরার সময় আবু হানিফের মরদেহ দেখতে পায়। দুর্বৃত্তরা বুধবার রাতে হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে খালের মধ্যে ফেলে যায়- হানিফের পরিবার এমনই দাবি করেছে।
মোরেলগঞ্জের খারইখালী নামক এক গ্রামের মৃত হোসেন আলী ফকিরের ছেলে আবু হানিফ ফকির। আবু হানিফের চায়ের দোকানটি ছিল স্থানীয় এবি গজালিয়া বাজারেই। নিহত আবু হানিফের ভাই সালাম ফকির বললেন, রাতে আবু হানিফকে ডেকে নিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই আমি।
মো. মনিরুল ইসলাম (মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) বলেন, বিকেলে আমরা খবর পেয়ে আবু হানিফের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তার মাথাতেও কোপের চিহ্ন দেখা গিয়েছিলো।