দি গাংচিল ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২০
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মোহসিন শেখের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে এবং জানা গেছে মো. মোহসিন শেখ চুরির অপবাদ দিয়ে রসুল হাওলাদার নামের এক ১১ বছর বয়সী শিশুকে শারীরিকভাবে নির্যাতন করেছেন । এবং জানা গেছে নির্যাতনের ফলে শিশুটির এক হাত ভেঙে গেছে । শিশু নির্যাতনর ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার রাতে নির্যাতনের শিকার রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বাদী হয়ে ইউপি সদস্যকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। তবে জানা গেছে অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নির্যাতনের শিকার রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বলেন, শনিবার দুপুরে ফুটবল খেলা শেষে রসুল ও তার দুই বন্ধু ওবায়দুলের একটি ঘেরে গোসল করতে যায়। মাছ চুরি করেছে এই সন্দেহে রসুলকে ধরে যায় এবং ধরে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মোহসিন মেম্বর। পরে অসুস্থ অবস্থায় সাধারন জনগন রসুলকে উদ্ধার করে। রসুলের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম এর চিণ্হ রয়েছে। তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |