ফরহাদ হোসেন / লালমনিরহাট জেলা প্রতিনিধি | ০৭ সেপ্টেম্বর ২০২০
লালমনিরহাটের অন্যতম দর্শনীয় স্পট তিস্তা ব্যারেজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যারেজ পুলিশ ফাঁড়ির ইন সার্চ রেজাল্ট আলমের নেতৃত্বে ৫ কেজি গাঁজাসহ উক্ত ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার গ্রাম এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩২) এবং মোয়াজ্জেম হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩০)।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতীবান্ধা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)/ একটি মামলা রুজু করা হয়েছে।আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।