দি গাংচিল ডেস্ক | ১৮ আগস্ট ২০২০
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গ বন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী এবং আধুনিকায়নের কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। আধুনিক প্রযুক্তিনির্ভর জাতি গঠনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ‘শোকাবহ আগস্ট এবং জাতির জনকের শিক্ষা দর্শন’ এ এসব কথা বলেন।
স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু আলোচনা সভায় ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এ ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য দেন অধ্যক্ষ আকরামুজ্জামান, অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, মেহেরুন্নেসা, অধ্যক্ষ নুরজাহান শারমিন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন প্রমুখ, অধ্যক্ষ সাজিদুল ইসলাম।
মন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা কামনা করে সেখানে বলেন, জাতীয় দুর্যোগকালে নিহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহযোগিতার জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র সরকারের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |