নয়নতারা, ঢাকা | ১১ সেপ্টেম্বর ২০২০
৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর কর্তন করার বিষয়ে স্পষ্ট করেছে কেন্দ্রিয় ব্যাংক। বিদ্যমান ৪ ধরনের সঞ্চয়পত্রের মধ্যে শুধু ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ করা যায়।
পূর্বের বিনিয়োগ ও অর্জিত সুদ একসঙ্গে করে সেই অঙ্ক যদি ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে এখন থেকে ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে গ্রাহকদেরকে।
অর্থ মন্ত্রণালয় থেকে এক আদেশ জারির পর বৃহস্পতিবার এ বিষয়ে স্পষ্টীকরণ করে তফসিলি ব্যাংকগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
২০১৯-২০ অর্থবছর থেকে সব ধরনের সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান আরোপ করা হয়েছিল। আর বিনিয়োগের পরিমাণ পাঁচ লক্ষ টাকার কম হলে ৫ শতাংশ হারে কর কাটার বিধান করা হয়।
তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রেও এ নিয়ম কার্যকর হবে কি না, তা নিয়ে কারও কারও মধ্যে অস্পষ্টতা তৈরি হয়। এই অস্পষ্টতা দূর করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |