দি গাংচিল ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২০
সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তৌহিদুর রহমানসহ নয় জনের বিরুদ্ধে ১৬.৭১কোটি টাকা আত্মসাতের অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
আজ রোববার দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অন্য আসামিরা হলেন সিভিল সার্জন কার্যালয়ের স্টোরকিপার একেএম ফজলুল হক, হিসাবরক্ষক আনোয়ার হোসেন, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকাল এর কো প্রপ্রেটার জহির উদ্দিন সরকার, মোঃ আবদুস সাত্তার সরকার, আহসান হাবিব, আসাদুর রহমান, কাজী আবু বকর সিদ্দিক এবং ইঞ্জিনিয়ার এএইচএম আবদুস কুদ্দুস।
মামলার বিবৃতিতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলার জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সরঞ্জাম কেনার চিত্র দেখিয়ে আসামিরা তিনটি নকল বিল তৈরি করেছে।তারা এই তিনটি জাল বিল তৈরি এবং ক্ষমতার অপব্যবহার করে ১৬.৭১ কোটিরও বেশি পরিমান টাকা আত্মসাৎ করেছে।