দি গাংচিল ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২০
ডোনাল্ট ট্রাম্প
এবার কিউবার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছেন মদ ও সিগারেট আমদানি ঠেকাতে। আগামী তিন নভেম্বর যখন ফ্লোরিডা অঙ্গরাজ্যে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন তখন তিনি উক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফ্লোরিডায় বসবাস রয়েছে কিউবা থেকে আসা বিপুলসংখ্যক ভোটারের। তথ্য- পার্সটুডের।
বুধবার, ২৩ সেপ্টেম্বর ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, “আমি কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ঘোষণা করছি, আমাদের অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করবে মার্কিন ভ্রমণকারীদের ওপর কোনো সরকারি স্থাপনায় তারা যেন কিউবায় অবস্থা না করে থাকে।’
ট্রাম্প তা দেওয়া নিষেধাজ্ঞার কারণটি স্পষ্ট করে দিয়ে বলেন, ‘আমাদের ব্যবসায়ীরা যেন কিউবা থেকে সিগারেট এবং মদ আমদানি না করেন তার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘কিউবার সাধারণ জনগণের পকেটে মার্কিন ডলার সরাসরি যাবে এবং তার এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে।’
ট্রাম্প ওবামা প্রশাসনের সমালোচনা করে বলেন, ‘স্বৈরশাসক ক্যাস্ত্রোর সঙ্গে ওবামা বাইডেন প্রশাসন কিউবার একপক্ষীয়, দুর্বল ও বেদনাদায়ক চুক্তি করেছিল যেটা ছিল কিউবার নির্যাতিত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কিউবার কমিউনিস্ট শাসকরা এতে সমৃদ্ধ হয়েছেন। ক্যাস্ত্রো সরকারের সঙ্গে আমি সেই চুক্তি বাতিল করেছি।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |