শাহানাজ শিমুল, সিরাজগঞ্জ | ১৪ আগস্ট ২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের আয়োজনে শুক্রবার পৃথকভাবে বৃক্ষরোপন কর্মসূচি ২০২০ পালন করা হয়েছে।
সকালে উল্লাপাড়া হালি দ্যাড (বিল সূর্য উৎস) তে সিরাজগঞ্জ -৪ আসন সংসদ সদস্য তানভীর ইমাম এই কর্মসূচি উদ্বোধন করেন। অপরদিকে বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোল মাইলের মরা করতোয়া নদীর পাড়ে (ঠাকুর পাড়া) এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, সংসদ সদস্য -৬৫, সিরাজগঞ্জ -৩ (তাড়াশ, রায়গঞ্জ,সলংগা) ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ লক্ষ বৃক্ষ রোপন করার লক্ষে পানি উন্নয়ন বোর্ড এই কর্মসূচী হাতে নিয়েছে। সিরাজগঞ্জ সহ দেশের ৬৪ টি জেলার ছোট বড় খাল নদীর পাড় দিয়ে এই বনায়ন কর্মসূচী বাস্তবায়ন করা এর মূল লক্ষ্য।
এতে করে যেমন চারপাশে বনাঞ্চল গড়ে উঠবে পাশাপাশি নদী সংরক্ষিত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |