শাহানাজ শিমুল, সিরাজগঞ্জ | ১৩ আগস্ট ২০২০
সিরাজগঞ্জ মোহাম্মদ আলী নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার ফুলকোচা রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রেখে গেলে স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সারাদিন অটোরিক্সা চালিয়ে রাতে আর বাড়ি ফেরেনি মোহাম্মদ আলী, পরদিন তার লাশ পাওয়া যায়। ধারণা করা হয় দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে ফেলে গেছে।
তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |