দি গাংচিল ডেস্ক | ০৯ সেপ্টেম্বর ২০২০
ধর্ম মন্ত্রণালয় জানালেন, সারা বছর চালু থাকবে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম। মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র মোহাম্মদ আনোয়ার হোসাইন (সিনিয়র তথ্য কর্মকর্তা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে আগের দিন খবর প্রকাশিত হয় যে, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রাক নিবন্ধন করতে হবে আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের।’ ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ঐ খবর সঠিক নয় বলে দাবী করা হয়েছে বুধবার।
বিজ্ঞপ্তিতে এরকম দাবি করেছে অথচ ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশে গত মঙ্গলবার জানানো হয়েছিল যে, প্রাক নিবন্ধন করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইটে বুধবার রাতেও গিয়ে দেখা গিয়েছিল, তখন পর্যন্ত নোটিশটি রয়েছে।
সীমিত সংখ্যক হাজী করোনার কারণে এ বছর হজে অংশ নিয়েছেন। করোনা মহামারির অবস্থা উন্নতির কারনে আশা করা যাচ্ছে, হাজীরা স্বাভাবিক সময়ের মতো আগামী বছরের হজে অংশ গ্রহন করতে পারবেন। তারা আগামী বছর অগ্রাধিকার পাবেন, যারা গত বছর চূড়ান্ত নিবন্ধন করেও হজে যেতে পারেননি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |