দি গাংচিল ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২০
নৌকাবাইচ
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার হাটগ্রামে চলনবিল এর সোনালি সৈকত জুড়ে শুরু হলো মাসব্যাপী নৌকাবাইচ এর উৎসব। এবছর নৌকাবাইচ এ অংশ নিতে জমা হয়েছে বিভিন্ন জেলা থেকে আগত বর্ণিল ৩২ নৌকা।
বন্যার শেষে চলনবিলে পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীদের জন্য প্রতিটি বছরই নৌকাবাইচ এর আয়োজন করা হয়। করোনাকালীন ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজারো মানুষ আসে বাইচ এর খেলা দেখতে ।
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসন এর সাংসদ নাদিরা ইয়াসমিন জলি গত শুক্রবার নান্দনিক এ বাইচ এর উদ্বোধন করেছেন।
নাদিরা ইয়াসমিন জলি বলেছেন, নৌকাবাইচ নদীমাতৃক বাংলার ঐতিহ্যকে ধারণ করে আসছে বছরের পর বছর ধরে।নদ-নদী শুকিয়ে যাওয়ার কারনে যদিও কালের আবর্তে অনেক এলাকা থেকেই হারিয়ে যাচ্ছে নৌকাবাইচ এর এ উৎসব।এটা আশার বিষয় যে চলনবিল এলাকার মানুষ চিরায়ত বাংলা এবং বাঙালির অতীত ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছে।
চলনবিল এর নৌকাবাইচকে ঘিরে হাতগ্রাম এখন উৎসবমুখর হয়ে উঠেছে। বাইচকে কেন্দ্র করেই প্রতি বছর মেলা বসে এখানে। নানান রকম জিনিসের পসরা নিয়ে দোকানিরা প্রস্তুত হয় বাইচ শুরুর কয়েকদিন আগে থেকেই। তবে এ ছোট্ট মেলাটির পরিসর বাড়ানোর দাবি জানিয়েছেন এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা।
হাদল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হোসেন জানিয়েছেন, এই অঞ্চলের বাসিন্দারা তাদের নিজেদের উদ্যোগে বছরের পর বছর ধরে নৌকাবাইচ প্রতিযোগোতার আয়োজন করে আসছে। তা এখন মাসব্যাপী চলনবিল এর সর্ববৃহৎ উৎসবে রূপ নিয়েছে।
তিনি আরোও বলেছেন, সরকার এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এ সময়টাতে চলনবিল এর এ অঞ্চলটিকে দেশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |