মোঃ ফরহাদ হোসেন (লালমনিরহাট প্রতিনিধি) | ২৭ সেপ্টেম্বর ২০২০
ছবিঃ সংগৃহিত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গন সংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রয়াত চেয়ারম্যানের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
করোনায় আক্রান্ত হয়ে গত ২১ আগষ্ট রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গড্ডিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান।
নির্বাচন কাউন্সিল তার মনোনয়নপত্র বৈধ ঘোষনার করার পর নদীবেষ্টিত গড্ডিমারী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গন সংযোগ চালাচ্ছেন তিনি।
২৩ সেপ্টেম্বর দলীয়ভাবে নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। গতকাল হাতীবান্ধা উপজেলা নির্বাচন কমিশনের বৈধতার ঘোষণা পাওয়ার পর আজ থেকে গণ সংযোগ শুরু করেছেন শ্যামল সিদ্দিক।
গণ সংযোগে তিনি ভোটারদের সাথে সরাসরি কথা বলছেন, সেইসাথে দিচ্ছেন প্রয়াত চেয়ারম্যান বাবার অপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার।
চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আমি চেষ্টা করবো চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিস্তা অধ্যুষিত গড্ডিমারী এলাকার মানুষদের পাশে থাকার। তার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।