দি গাংচিল স্পোর্টস ডেস্ক | ১৮ নভেম্বর ২০২১
সৌরভ গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের দায়ভার সামলানোর পর এবার নতুন চ্যালেঞ্জের সামনে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার আইসিসির মসনদে দেখা যেতে পারে বাংলার মহারাজ-কে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির অন্তর্ভুক্ত ক্রিকেট কমিটির চেয়ারম্যান
পদে নির্বাচিত হলেন প্রাক্তন ভারতীয় তারকা। সৌরভের আগে এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন আর এক ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে। সেই সঙ্গে প্রাক্তন ক্রিকেটার হিসেবে সেই কমিটিতে ছিলেন বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে।
এতদিন সৌরভ এই কমিটির পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন। এবার বিসিসিআই সভাপতি-কেই সরাসরি কুম্বলের পরিবর্তে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান করা হল । গতকাল আসন্ন দশ বছরের টুর্নামেন্ট গুলির আয়োজক দেশ নির্বাচনের সাথে সাথে আইসিসি এই সিদ্ধান্তও নিয়েছে। এর আগে অবসরের কয়েকবছর পর থেকে দীর্ঘ নয় বছর ধরে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে
সামলেছেন প্রাক্তন লেগস্পিনার অনিল কুম্বলে। তার আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন কিংবদন্তি ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড। ২০১২ সালে তার কাছ থেকে দায়িত্ব হস্তান্তর হয় কুম্বলের হাতে। এরপর এই বছরই প্রাক্তন ভারত অধিনায়কের মেয়াদ শেষ হয়। এখন তার জায়গায় দায়িত্ব নেবেন আর এক কিংবদন্তি ভারত অধিনায়ক।
একটি বিবৃতি প্রকাশ করে এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে আইসিসি। সংস্থার চেয়ারম্যান ক্রেগ বার্কলে এই বিবৃতিতে উল্লেখ করেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে সৌরভ গাঙ্গুলিকে বেছে নেওয়া হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। নিজের সময়ে বিশ্বসেরাদের মধ্যে একজন ক্রিকেটার এবং পরবর্তীকালে দক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে অভিজ্ঞতা রয়েছে
সৌরভের। তার এই অভিজ্ঞতা ভবিষ্যতে আইসিসির এই কমিটিকে সাহায্য করবে। সেই সঙ্গে দীর্ঘ কয়েক বছর দক্ষতার সাথে এই পদটি সামলানো তারকা অনিল কুম্বলকে আমরা ধন্যবাদ জানাই।’ তবে আইসিসির এই সিদ্ধান্তর মাঝেই নতুন বিতর্ক জন্ম নিয়েছে। সৌরভ গাঙ্গুলি যেহেতু বিসিসিআই সভাপতি, তাই তিনি এই আইসিসির এই গুরুত্বপূর্ণ পদ পাওয়ার স্বার্থের সংঘাতের প্রশ্নও তুলছেন অনেকে। তবে আপাতত সেই ব্যাপর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সৌরভ স্বয়ং।