শাহানাজ শিমুল, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | ২৫ সেপ্টেম্বর ২০২০
শুক্রবার সন্ধ্যা থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া এবং পৌর এলাকার নতুন ভাংগাবাড়ী ও এস এস রোডস্থ এলাকায় বাল্যবিবাহ হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করলেন সিরাজগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ।
বাল্যবিবাহের শিকার হতে যাওয়া শিক্ষার্থীদের একজনের বয়স ১৬ এবং দুজনের বয়স ১৫ বলে জানা যায়। এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিয়ের কনের অভিভাবকদের থেকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া সহ উভয় পক্ষের অভিভাবকদের নিকট হতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় সর্বমোট ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা অর্থদন্ড দেয়া হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভুমি অফিসের স্টাফগন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |