দি গাংচিল ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২০
চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার (৭০) মারা গেছেন।শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বৃহস্পতিবার প্রায় সকাল ৭টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।ড. আব্দুর রশিদের মৃত্যুতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা। গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামে জন্ম ড. আব্দুর রশিদ সরকারের। তিনি ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের।
তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুয়েটে তার জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল ৪টায়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাদআছর তাকে দাফন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |