এহসানুল মাহবুব জুবায়ের (রাজবাড়ী) | ১০ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম মোস্তফা। রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নিজ জেলা রাজবাড়ীতে দাফন সম্পন্ন করা হয়েছে।
চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম মোস্তফা দীর্ঘ ১২ দিন জ্বরে ভুগলে করোনা পরীক্ষা করা হয়, পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে তিনি হোম আইসোলেশনে ছিলেন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত শনিবার (৮ আগস্ট) তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই দিন রাত আটটায় দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী গোয়ালন্দের কৃতী সন্তান ডা. গোলাম মোস্তফা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দেশ ও দেশের বাইরে সুনামের সাথে কাজ করে গেছেন। তিনি রাজবাড়ী জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি তার স্ত্রী ও চার কন্যা সহ অসংখ্য ভক্ত রেখে গেছেন।
রবিবার ৯ আগস্ট সকালে রাজবাড়ীর বেড়াডাঙায় তাঁকে রাজবাড়ী সদর উপজেলার এসি ল্যান্ড আরিফুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজা শেষে ভবানিপুর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |