দি গাংচিল ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২০
অতীতের সব রেকর্ড ভেঙে আবারও একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। একইসঙ্গে প্রতিদিন বাড়ছে প্রাণহানিও। গত একদিনে দেশটিতে ১২শ’র বেশি ভুক্তভোগী প্রাণ হারিয়েছেন। তবে, এই আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগীই সুস্থতা লাভ করেছেন বলে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন।
অন্যদিকে, গত একদিনে ম প্রাণহানি ঘটেছে ১ হাজার ২০৯ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৭৬ হাজার ২৭১ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫ কোটি প্রায় ৪১ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১১ লাখ ৬৩ হাজারের বেশি।দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক ও তেলেঙ্গানা। এদিকে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো এখন ভারত। গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন সাকুল্য ৭০ হাজার ৮৮০ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৩৫ লাখ ৪৩ হাজারের কাছাকাছি। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা মোট ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |