দি গাংচিল ডেস্ক | ৩১ আগস্ট ২০২০
সোমবার সকালে খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে জমির বিবাদ নিয়ে চাচাত ভাইয়ের হাতে এক কৃষক হত্যা হয়েছে।
নিহত সিরাজুল ইসলাম (৪৭) ওই এলাকার মোক্তার গাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ হত্যাকারী হাসান গাজী (২১) ও তার মা ফুলমোতি বেগমকে (65৫) গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এক জমি নিয়ে সিরাজুল ও হাসানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
হাসান আজ সকালে সিরাজুলের বাড়িতে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করে এবং ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |