মোঃ তাওহীদ তুষার, জেলা প্রতিনিধি, গাইবান্ধা | ২৯ আগস্ট ২০২০
গাইবান্ধা জেলায় সাম্প্রতিক বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা রোভারের আয়োজনে সদর উপজেলার কামারজানি ইউনিয়নে গোঘাট এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ত্রানের প্যাকেট তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো. আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, জেলা রোভারের সম্পাদক ধীরেশ চক্রবর্তী উজ্জল, জেলা রোভার লিডার তামজিদুর রহমান তুহিন, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জেলা রোভারের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ যে, প্রতিবছর বন্যা ও বন্যা পরবর্তী সময়ে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন গোঘাটসহ আশেপাশের এলাকা, বাড়িঘর, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ বিভিন্ন কাচা-পাকা স্থাপনা ব্রক্ষপুত্র নদীতে বিলীন হয়ে যায়।
তবে নদীভাঙ্গনের কবল হতে কামারজানির গোঘাট এলাকা ও অন্যান্য এলাকা রক্ষায় ৪০২ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |