দি গাংচিল ডেস্ক | ০৯ সেপ্টেম্বর ২০২০
জাতীয় সংসদে আলাদা দুইটি বিল পাস হয়েছে চাঁদপুর ও কিশোরগঞ্জে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে। ডা. দীপু মনি বুধবারে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ পৃথকভাবে পাসের প্রস্তাব করেন। কণ্ঠভোটে পরে সেটা পাস হয়।
এর আগে সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি এবং জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয় বিল দুটির ওপর। গত ২৯ জুন সংসদে শিক্ষামন্ত্রী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ স্থাপনে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে ঐ বিল উত্থাপন করেন। পরে বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পাঠানো হয়। খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |