দি গাংচিল ডেস্ক | ১৫ মার্চ ২০২২
বগুড়ার গাবতলীতে প্রতিবেশী হত্যার দায়ে বাবা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাবতলী উপজেলার বালিয়াদিঘি উত্তরপাড়া গ্রামের মৃত তমির উদ্দিন প্রামাণিকের ছেলে ইদ্রিস আলী এবং তার দুই ছেলে আব্দুল হামিদ ও মিলন মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান একই গ্রামের ইদ্রিস আলী তার দুই ছেলেসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ২০০৪ সালের ৩১ ডিসেম্বর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিমুল করিম হলি জানান, জমির আইল কাটা নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ৯ আগস্ট সকালে গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের বাসিন্দা সুরুজ্জামানকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত সুরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মামলার দীর্ঘ শুনানি শেষে ইদ্রিছ আলীসহ তার দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।