দি গাংচিল ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২০
জাতিসংঘে শান্তিরক্ষী
জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এ ৬ হাজার ৭৩১ জন সদস্য পাঠিয়ে এবারও শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এর তালিকায় বাংলাদেশ শীর্ষ স্থান অর্জন করেছে।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।
প্রসঙ্গত,বাংলাদেশ ১৯৮৮ সালে সর্বপ্রথম ২ টি অপারেশন এ অংশগ্রহণ করেছিলো।একটি হলো ইরাক এবং আরেকটি নামিবিয়া। সে সময় তৎকালীন সরকার প্রধান ছিলেন, হুসেন মুহাম্মদ এরশাদ।
২০১০ সালে প্রথম ৮১ নারী পুলিশ সদস্য বাংলাদেশ এফপিইউ (ফর্মেড পুলিশ ইউনিট) হিসেবে কঙ্গোতে মিশন এ গিয়েছিলেন। এ পর্যন্ত ৭১০ জন নারী পুলিশ সদস্য মিশন শেষ করে দেশে ফিরে এসেছেন।
শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণকারী প্রথম নারী পুলিশ কর্মকর্তা ডিআইজি এবং বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |