নির্ণয় চৌধুরী (ঠাকুরগাঁও প্রতিনিধি) | ১৪ সেপ্টেম্বর ২০২০
১৪ এপ্রিল সোমবার ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের জায়গা দখল করে বানানো বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট।
আজ ঠাকুরগাঁও শহরের রোডে রেলস্টেশনের দুই দিকে গড়ে ওঠা প্রায় ১ হাজার স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং ঠাকুরগাঁও পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করে।
এ সময় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানপাট, ঘরবাড়ি ইত্যাদি উচ্ছেদ করা হয়। আজ সকালে স্কেবেটর মেশিন দিয়ে এসব গুড়িয়ে দেয়া হয়। রেলওয়ে কতৃপক্ষ জানায় অনেক দিন থেকেই এসব অবৈধ স্থাপনা সরানোর জন্য অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেয়া হয়েছিল এবং সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু এতে কর্ণপাত না করায় আজ এই অভিযান পরিচালনা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |