দি গাংচিল ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২০
বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো রাষ্ট্রীয় মালিকানায় চালু, কথিত লোকসান এর জন্য দায়ী ব্যাক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং বকেয়া পাওনা পরিশোধ করার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ এর বাজার স্টেশন মুক্তির সোপান চত্বর এ জাতীয় জুট মিলস শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ এর আয়োজনে পাটকল এবং পাটচাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে বক্তারা বলেছেন, জাতীয় জুট মিল বন্ধ করার ২ মাসের মধ্যেই সরকার প্রাইভেট কোম্পানির মাধ্যমে চালুর প্রতিশ্রুতি দিলেও তা ব্যক্তি মালিকানায় লিজ দেয়ার আলোচনা চলছে। এ ব্যাপারটি নিয়ে শ্রমিকরা চরমভাবে উদ্বিগ্ন রয়েছেন।
তারা জানান, করোনা দুর্যোগ এর মধ্যে আড়াই মাস অতিবাহিত হলেও মিল চালু করার উদ্যোগ নেয়া হচ্ছেনা। শ্রমিক-কর্মচারীদের মজুরি কমিশন এর কোনো বকেয়াও পরিশোধ করা হচ্ছেনা।
এছাড়াও বক্তব্য রাখেন- জাতীয় মুক্তি কাউন্সিল এর আহ্বায়ক মো. বরকতুল্লাহ, সিপিবি’র সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন এবং জেলা বাসদ এর আহ্বায়ক নব কুমার কর্মকার।
সমাবেশ শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে শ্রমিক নেতারা। একই সাথে রাষ্ট্রীয় মালিকানায় দ্রুত মিলগুলো চালুর দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
সমাবেশে বক্তারা আরও জানান, বেতন পরিশোধ না করায় জুটমিল এর ২২০০ শ্রমিক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন। রাষ্ট্রীয় মালিকানায় দ্রুত মিলগুলো চালুর করার দাবি জানান তারা।
পাটকল এবং পাটচাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ এর আহ্বায়ক রেজাউল করিম সূর্যের সভাপতিত্বে সমাবেশ এ বক্তব্য দেন- জাতীয় জুট মিলস শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ এর আহ্বায়ক শহিদুল ইসলাম।
তাছাড়া আরোও বক্তব্য রেখেছেন- জাতীয় মুক্তি কাউন্সিল এর আহ্বায়ক মো. বরকতুল্লাহ, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন এবং জেলা বাসদ এর আহ্বায়ক নব কুমার কর্মকার।
সমাবেশ শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন শ্রমিক নেতারা। একই সাথে রাষ্ট্রীয় মালিকানায় দ্রুত মিল চালুর দাবি জানিয়েছেন তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |