দি গাংচিল ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (ঢাকা জেলা) দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি জানিয়েছে ।আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব এর সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধন এ বক্তারা বলেছেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায় এর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিন্দু সম্প্রদায় এর সদস্যরা পরিবার পরিজনদের সাথে মিলিত হওয়ার জন্য সারাবছর ধরে দূর্গা পূজার অপেক্ষায় থাকেন।
কিন্তু এটি খুব দুঃখের বিষয় যে, দুর্গাপূজায় ৫ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকা সত্তেও সরকারিভাবে মাত্র ১ দিনের ছুটি বরাদ্দ থাকে।তাও আবার সেটা বিজয়া দশমির দিন।যে কারণে কারোর পক্ষেই পরিবার পরিজন এর সাথে ধর্মীয় কার্যক্রম এ অংশগ্রহন করার সুযোগ থাকে না।
তারা আরও বলেছেন, হিন্দু সম্প্রদায় এর দীর্ঘদিনের দাবি দুর্গা পূজায় ৩দিনের ছুটির বিষয়টি উপেক্ষিত অবস্থায়ই রয়েছে। মানববন্ধনকারীরা প্রত্যাশা করছেন, আসন্ন দুর্গাপূজায় নির্বাহী আদেশ এর মাধ্যমে ৩ দিনের ছুটি ঘোষণা করে হিন্দু সম্প্রদায় এর পাশে থাকবে সংশ্লিষ্টরা।
মানববন্ধন এ হিন্দু মহাজোট ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট উজ্জ্বল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক গোপাল পাল,সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মন, দপ্তর সম্পাদক সুমন কর্মকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |