সুষ্ময় দাস, জেলা প্রতিনিধি, নাটোর | ২৯ আগস্ট ২০২০
আজ ২৯ আগস্ট (শনিবার) নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পালপাড়া ভদ্রা কালি মাতার পূজার অনুষ্ঠিত হচ্ছে।
কোভিড-১৯ মহামারীর দূর্যোগের কারনে এবারের পূজা সীমিত পরিসরে আয়োজিত হয়েছে। ঐতিহ্যবাহী এই পূজা যুগ যুগ ধরে ধুমধাম করে উৎযাপিত হয়ে আসলেও এবারে নেই সেই আয়োজন। একসময় পূজা উপলক্ষে বসতো মেলা, হতো যাত্রা। কালের বির্বতনে যাত্রা না হলেও প্রতিবছর পূজা উপলক্ষে বসত মেলা। ৪ দিন পূজা উপলক্ষে জেলার বাহির থেকেও অতিথি আসতো পূজা দেখতে। ঢাকের তালে মুখরিত থাকত মন্দির। সাথে সন্ধ্যায় আরতি, ধুনুচি নাচ, ভক্তদের পুষ্পাঞ্জলি।
এবারে সব কিছুই ম্লান হয়ে গেছে করোনা দূর্যোগের কারনে। প্রতিমার বদলে পূজা হচ্ছে ছবিতে, ৪ দিনের পূজা ১ দিনে সীমিত করা হয়েছে। মেলা বন্ধ রয়েছে। ভক্তদের উপস্থিতি কমে গেছে।
আজ সন্ধায় সরজমিনে পূজা মন্ডপে গিয়ে এসব প্রত্যক্ষ করা হয়। কয়েকজন ভক্তের সাথে কথা বললে তারা জানান মহামারী থেকে সুরক্ষিত থাকতেই লোকসমাগম এড়ানোর জন্য এবারে সীমিত পরিসরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে তারা দেবী কালি মাতার নিকট প্রার্থনা জানিয়েছেন দ্রুতই এই মহামারী থেকে বিশ্ববাসী যেন মুক্তি পায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |