দি গাংচিল ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২০
Mask
নিউজিল্যান্ডের অধিকাংশ স্থানেই করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। বুধবার বিবিসি এ তথ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে।
সাম্প্রতি দেশটির করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল অকল্যান্ডে বুধবার মধ্যরাত থেকেই তুলে নেওয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার জন্য দেওয়া নির্দেশনা। তবে আগের মতোই মাস্ক পরতে হবে বিমান ও গণপরিবহনে।
নিউজিল্যান্ডে বেশ কিছু সপ্তাহ ধরে করোনার নতুন করে কোনও রোগী শনাক্ত না হওয়ায় সোমবার প্রত্যাহার করে নেওয়া হয় মহামারির যত বিধিনিষেধ।
প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে গত ডিসেম্বরে চীনের উহান শহরে। অতঃপর বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ে। সেটার ঢেউ নিউজিল্যান্ডেও এক পর্যায়ে এসে লাগে।
নিউজিল্যান্ডকে সর্বশেষ জুনে ভাইরাসমুক্ত ঘোষণা করা হয়েছিলো। এরপর আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অবশ্য অকল্যান্ডে আগস্ট মাসে দ্বিতীয় ঢেউ আসে। ফলে সেখানে আবার নতুন করে ঘোষণা করা হয় লকডাউন।
তথ্য জানা গেছে, এখন পর্যন্ত দেশটিতে ১৪৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মাত্র ২৫ জনের এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |