দি গাংচিল ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২০
সেতুমন্ত্রী
শুক্রবার সকালে এক ভার্চুয়াল প্ল্যাটফর্মে পদ্মাসেতু সার্বিক প্রকল্পের অগ্রগতি শতকরা আশি ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় নব্বই ভাগ কাজ শেষ হয়েছে বলে জানালেন ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী)।
একথা পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি জানান। উক্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সংযুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার। আর এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে বসানো হয়েছে ৩১টি স্প্যান।
তিনি আরো বলেন, ইতোমধ্যে নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে এবং ৪২টি পিয়ারের কাজ শেষ হয়েছে।
ইতোমধ্যে শেষ হয়েছে জাজিরা ও মাওয়া প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজ বলে জানালেন ওবায়দুল কাদের।
তাছাড়া তিনি আরও জানালেন, পাচ্চর হতে ভাঙ্গা এবং ঢাকা হতে মাওয়া পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানচলাচলের জন্য উন্মুক্ত করবেন।
অন্যদের মধ্যে ভার্চুয়াল প্লাটফর্মে সভায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, সেতু সচিব মো. বেলায়েত হোসেন এবং নির্মাণ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |