| ১৪ আগস্ট ২০২০
পিতা
লাবণ্য কান্তা
—————-
এই বাংলায় যত ফোটে রক্তজবা রক্তরঙে
সব জবাতেই তোমার রক্তরাঙা বক্ষের
রক্তাক্ত ক্ষত রয়েছে রক্তিম তুলিতে আঁকা।
এই বাংলায় যত পাখি ডাকে দিকে দিকে
সব কলকাকলিতে তারা তোমার যত
না বলা কথা বারেবারে যায় যে বলে।
তুমি তো বলেছো আমার এই দেশ
পানির দেশ, তাই আমরা পানি দেখি;
সকল নদীর শান্ত স্রোতে তোমার রক্ত ভাসে।
এই বাংলায় মাঠে মাঠে যত ফসল ফলে
সোনালি স্বপ্ন সব তোমার চোখে আঁকা
সেসব তোমার গহীন মনের নীরব পণ।
তোমার রেখে যাওয়া অক্ষর -শব্দ-বাক্য
দেখায় যে নতুন-স্বপ্ন-সাহস, নতুন আলো।
হে দেশপিতা তুমিই আমাদের নতুন সাহস
তুমিই অক্ষয় বটের শান্ত-শীতল ছায়া আর
এই দেশের মর্মমূলের বিশাল কায়া ও মায়া।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |